জার্সি-বদল
মুরারি সিংহ 

খেলার ময়দান হোক অথবা রাজনীতির
              জার্সি-বদল এখন একটা অতি পরিচিত
                          এবং নিত্যি-নৈমিত্তিক ঘটনা

রাজনীতিও যে একটা খেলা
            এটা আর এখন আমাদের জানতে বাকি নেই
                 কেউ কেউ তো আবার দেখি পাকা খেলুড়ি

আমরা এটাও জানি, জার্সির সঙ্গে কুর্সির একটা
            রসগোল্লা-পানতুয়া সম্পর্ক আছে
                 যত চিনি ঢালবে তত মিষ্টি বাড়বে
                    ততই জমাটি হবে জার্সিবদলের খেলা

আমাদের অবশ্য কোনও জার্সি নেই,
           আমরা, যারা থাকি কুর্সি থেকে বহুদূরে
                              কুর্চিফুলের খাস-তালুকে
আমাদের কারো কারো অবিশ্যি জার্সি-গোরু আছে,
                     দেশির চেয়ে তারা দুধটাও দেয় বেশি 

এখানে শীতের রোদে পিঠ ডুবিয়ে বয়ে চলেছে
কলাপাতা পেতে ফিস্টি-ভাত খাওয়া একটা জীবন
লাক্স-সাবানের গন্ধ শোঁকা একটা জীবন বয়ে যাচ্ছে
                  সারগাদায় পুনকো-শাক বুনে
       মাড়ভাতে নুন মিশিয়ে খাওয়া একটা জীবন
                              বয়ে যাচ্ছে নিঃশব্দে
                    রাস্তার পাশের টিউকল টেনে হাত-মুখ ধুয়ে

এখানেও অবশ্য অনেক রাজনীতি আছে, আছে অনেক গোপন খেলা
       কেউ কেউ সে-খেলাতে বেশ পোক্ত, কেউ আবার হাঁদা-গঙ্গারাম

যারা জার্সি বদল করে, মাঝে মাঝে অনেকে জিতে যায় ঠিকই
তার মানে এই নয় যে জার্সি-বদলের খেলায় যারা নাম লেখায়নি
                           তারা সব হেরো-পার্টি
নিজেদের মৃতদেহ গিলে ফেলা এই জীবনে, তারাই তো আসল হিরো-হিরোইন

Post a Comment

নবীনতর পূর্বতন