অবহেলার রংমশাল
কার্তিক ঢক্
আগুন বেলায় বৃষ্টি পড়ছে
অপ্রত্যাশিত গলনাঙ্কে
ভিজে যাচ্ছি বরফ হাতের স্পর্শে
অবেলার রং লেগেছে ছতিচ্ছন্ন আকাশে
শিখাটি তবু ঘি এর অর্চনা করে -
ঝর্ণা চায় দু'হাতের বন্ধনিতে।
মেঘের মোচ্ছবের ভিতর একটি হরিনী
ছুটে যাচ্ছে-
হাত বাড়াচ্ছে অবেলার মতিচ্ছন্ন রং মশাল...
একটি মন্তব্য পোস্ট করুন