বৃষ্টিআর সেফটিপিন
মন্দিরা ঘোষ
সব যত্নের সেলাই থেকে
ভেসে আসে নদীর নামতা
নীল সাদা মাফলারে
সাজে মেঘের আদালত
মনখারাপের সেফটিপিন
ছিঁড়ে গেলে
বুকের ভেতর বৃষ্টির রিংটোন
শীতের ক্যালেন্ডার একমনে
জড়ো করে ছুটির তালিকা
আর তুমি এসে ছিঁড়ে দাও
যত অমঙ্গলের রিফু
অনন্য, প্রাণময় লেখা।
উত্তরমুছুনধন্যবাদ
মুছুনএকটি মন্তব্য পোস্ট করুন