ম্যাজেন্টা রঙের প্রকোপ
আফজল আলি
ফজরের আজান হয়ে গেলে দেখি
আমার কষ্টের পরমায়ু বেড়ে উঠেছে খানিক
অন্যমনস্ক ছিল মেঘের গর্জনের মতো বলিয়ান
তুমি তো তোর্সা নদী নও আমাকে ভাসিয়ে দেবে
পদাতিক এক্সেপ্রসে ফিরতে ফিরতে মন আনমনা হয়ে যায়
দূরে দূরে নদীর চর , জেগে ওঠা কষ্টের আলো
মানুষের ভাষার ভিতর ভাসমান ঢেউ
জানি না ঘড়ির কাঁটা ঘুরতে ঘুরতে কীভাবে সময় বয়ে যায়
প্রতিটা শব্দ হয়ে ওঠে ভারাক্রান্তের কেউ
আজ কি এমনই মনকেমন , কান্নার অতিরিক্ত ম্যাজেন্টা রঙের প্রকোপ
জানালায় প্রতিস্থাপনের ছায়া আমার জন্য আবর্তন আনে
দেখি প্রতিপক্ষ ইন্দ্রজাল যেন ব্যবহারিক খিদে
একটি মন্তব্য পোস্ট করুন