মানবতার স্বাধীনতা
হাসানুল ইসলাম

বেসুরে বাজা বাদ্য যন্ত্রের মধ্যে
একটা সুরতো রয়ে যায়
কেউ অনুধাবনে পটু
কেউ নাইবা
জীবনে চলার সুর
কাটলে পরিনতি
কল্পনাতীত নয়
সরল পথ
ভাবনা অলীক
বিভাজিত মনস্তত্ত্ব
কোন পথে চলতে চায়
অজানা-অচেনা
স্বাধীনতা সর্বদা
সবার অধিকার।
তা স্বীকার করার
নাম মানবতা ।

Post a Comment

নবীনতর পূর্বতন