আলো ছায়া
রাজর্ষি মাইতি
কাশ্মীর থেকে কন্যাকুমারী গিয়েছিলাম
সভ্যতার সাদাকালো ছবিটার খোঁজে।
দেখেছি প্রতিবাদের কালো পতাকা হাতে
শয়ে শয়ে ক্ষমতাকামী মানুষের উন্মত্ততা।
ভাঙা চাঁদে হেলান দিয়ে চিরনবীনা
তখন গাইছে বিলম্বিত রাগের ঠুনকো আলাপ,
লাটাইয়ের সাথে ঘুড়ির দূরাভাষে
আলোচিত, বিবসনা আন্দামানের ইতিহাস
চলমান সভ্যতার মতো!
একটি মন্তব্য পোস্ট করুন