প্রভাত চৌধুরী

ভুবনডাঙার জন্য যে কবিতাটি লিখব , সেটি তিন নম্বর
প্রথমেই জানিয়ে রাখি এই কবিতাটিতে ভুবনডাঙার পরিবর্তে
হাজির হবে ঝাঁপানডাঙা
যেখানে ঝাঁপ একটি আদৃত বিনোদন
যাঁরা বিনোদনের সঙ্গে তপোবনের রোপওয়েটির সন্ধান
জানেন না , তাঁদের জন্য চালু করলাম
নৈশঅভিযান ,
আসুন , ভুবনডাঙায় পৌঁছনোর কিছুটা আগে এই ঝাঁপানডাঙার
অহংকারকে চিহ্নিত করি
তারপর সেই অহংকার-এর মধ্যস্থ হ-টিকে ডিলিট করে
তার জায়গায় বসিয়ে দিই একটি  ল
তাহলেই বেজে উঠবে টিয়াডাক

এরপর ঝাঁপ দেবার জন্য আমন্ত্রণ করি
একটি কুয়োকে

1 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন