ভুবনেশ্বর মজুমদার স্মরণ
মৃত্যু-২৮/১২/২০১৯ রাত ১১:৩০
সমরেন্দ্র রায়
এভাবে চলে যেতে নেই
কে কার কথা শোনে! কাল সকালে কথা হল ,কবিতার কথা ,গল্পেরও ।কথা হল সংসারের স্বাভাবিক নিয়ম। এগুলো বড় কথা নয়। দৈনন্দিন জীবনে ঘাত-প্রতিঘাত আমারও আছে,তোমারও।
আজ সকালেও প্রতিদিনের মত আসার কথা ছিল। অন্য জনের মত ভুবনেরও, আমাদের ভুবনেশ্বর মজুমদার। কিছুক্ষণ অপেক্ষায় থেকে ওর বাড়ির দিকে যাওয়া। বাড়ির সামনে এসে থমকে গেলাম। ভেসে আসে কান্নাকাটির রুদ্রকরুণরাগ। অবগত হলাম কালরাতে চলে গেছে ভুবন ভুবনের পারে। রেখে গেছে অবগুণ্ঠন। হতবাক হলেও মেনে নিই স্বাভাবিক নিয়ম।
এতটা দুঃখেও চোখে জল আসেনি, শুধু শরীরটা কেঁপে কেঁপে উঠছিল। জেগে উঠলো আমিত্ব চরাচর। বয়সের ভারে আমাকেও বিবশ হয়ে হল সাময়িক। মাত্র আড়াই ঘন্টার ব্যবধানে কে এসে টেনে নিল ভুবন জীবন! যেমন করে অতি সত্বর চলে যায় এমদাদুল হক, গোবিন্দ ত্রিবেদী, অশোক চৌধুরী, কানাইলাল বিশ্বাস, সার্থক সিংহ- এরাতো আমার ই আপনজন। সকলকেই তো চলে যেতে হবে। তবে এত বৈষম্য কেন? মাঝে মাঝে মনে হয় এই বেঁচে থাকাটাও নিশ্চিত নয়।
নিশ্চিত নয় বলেই যতদিন বেঁচে আছি, আরও যারা বেঁচে আছেন, তাদেরকে সমস্ত ব্যবধান ঘুচিয়ে মাটিকে উর্বর করে যেতে হবে। আমাদের উত্তর পুরুষ যেন বেঁধে নেয় আপামর মানুষের বসবাস। একানিপথে চলুক আমাদের নিরবিচ্ছিন্ন মিছিল। আর এককোলে বেঁধে নেব আমাদের সহজাত ভুবন।
Tags
সমরেন্দ্র রায়
Bhubaneswar-dar ai akal mrityu boro bedaner!
উত্তরমুছুনএকটি মন্তব্য পোস্ট করুন