অনিকেত দহন ২৮
মায়িশা তাসনিম ইসলাম
বিশেষ পত্রিকার এক সম্পাদক, কবিতা হলো কি হলো না তা নিয়ে মাথার পৃষ্ঠা দাগাচ্ছে অসুর কলমে। কবিসমাজ বৃষ্টি দেখে মনে করেন পেয়েছেন আলাদিনের চেরাগ, ঘসলেই জ্বিনি কবিতা আর সম্পাদকের ঠাণ্ডা মাথা। নিজস্ব সাহিত্যে পেট ফুলিয়ে আমি ভণ্ডামির শতকে প্রকাশ চাচ্ছি অথচ জানি, মায়েদের ত্যাগ নয়মাসেই শেষ হয় না। হাটু গেড়ে বসলে স্পাইনের ব্যথাটা বাড়ে, তাই ঈশ্বরের চরিত্রে মূকাভিনয় করা সম্পাদকদের সামনে ম্যাজিক কার্পেটে উড়ে যাই-- বাসস্থানহীন দুনিয়ায়...
একটি মন্তব্য পোস্ট করুন