মুক্তাশাকে ফেরারগাথা
সৌরভ বর্ধন


আমাকে এভাবেই পাত্তাহীন চলে যাও

চলে যাও কোলাহল দু হাতে মেখে

শান্ত, খুব শান্ত হাওয়া

জল, খুব জল হেঁটে যাওয়া

আমাকে জড়িয়ে থাকো

শুধু চুল, শুধু চুল উড়ে যাও আরও


অনেক গভীর রাতের তূণ

আমাদের বিদ্ধ করুক, বৃদ্ধ করেও আলো আসে

আলো হয়, চোখের থেকে ধূপ জ্বলে ওঠে

ধোঁয়া ধোয়া হয় মাঝেমাঝে

দ্যাখা যায় বুকের ওপর চুল

ভেঙে গেছে, জড়িয়ে গেছে ঠোঁটের রস


তুমি লাভ ছুঁড়ে দিলে আমাকে তাক করে

আমি আহত

বহু আনন্দে আমিও ছুঁড়লাম


এখন দুটি হার্ট

একসাথে ধুকধুক ধুকধুক...

Post a Comment

নবীনতর পূর্বতন