সুকান্ত ঘোষাল
১ । একটা লম্বা লাইন - অসংখ্য মাথা
এ লাইন আমাকে দিয়ে বানানো
এর সামনে-পিছনে-মাঝে
একমাত্র আমি
কারণ আমার মতোই এর একই অসুখ
উপশম এক
২ । কিংবা উল্লাসের উপরে
তুমি আমাকে যোগ্য ভেবেছো
যা এই - তীর্যক করে এই অনুভব
আর কত দেবে
এই উপহার , গোল গোল মেডেল
৩ । চোখ দিয়ে শুনে
কান দিয়ে বেরিয়ে গেল শোক
তার চেয়ে এস ওই
ফাঁকায় আরেকটু দাঁড়াই
যেখানে সবকিছু ঠিক, সবাই নিপাট সাধু জন
খুব সুন্দর
উত্তরমুছুনসুন্দর লেখা
উত্তরমুছুনভালো কবিতা।
উত্তরমুছুনএকটি মন্তব্য পোস্ট করুন