ইচ্ছে
শুভঙ্করী দাস
হতাম যদি একটুখানি সূর্যালোকের কনা
মিষ্টি বাতাস অথবা
এক ঝড়ের ভাবনা
বৃক্ষ হতাম কিংবা রাতের
পূর্ণশশীর আভা ,
তারা হতাম যদি ,
হতো আকাশবাড়ি শোভা!!
নদীর মত হতাম যদি ,ইচ্ছে মতন চলা
সমুদ্রতে মিশে গিয়ে
প্রাণের কথা বলা ।
নেই তো সেথায় হিংসা বিবাদ ,
নেই তো রেষারেষি,
নয়তো কেউই রাজা-প্রজা
কেউ কারো নয় দাসী ,
অগ্নিসম মহাতেজে জ্বলতে কই আর পারি ??
ধিক মনুষ্য ,তোরই কেবল
সবার সাথে আড়ি !!!
একটি মন্তব্য পোস্ট করুন