চুম্বন
পৃথা চ্যাটার্জি
ওষ্ঠাধর এখনও বিহ্বল কিছু ভালোলাগা তুলে রাখা থাক পৌরাণিক মনের কোঠায় আচমকা বাতাসও তো ঝড় হয়ে আটচালা সজোরে ওড়ায় বিদ্যুতের শিহরণ আকাশের বুক চিরে দেয় গাছেরা আঁকড়ে থাকে প্রাণপণে মাটি জোয়ারের জলে ভাসে মেছো ডিঙি সন্ধ্যার হিলিমিলি বাতাসে কামিনীর দল ঝরে সুগন্ধ ছড়ায় ...

1 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন