পৃথিবী
গোপাল বাইন

আমিও এসেছিলাম তোমাদের পৃথিবীতে
ভেবেছিলাম এ পৃথিবী আমার
পারুল মায়াদি গীতালি মিতালী
বুকের রক্ত স্রোতে ওম হয়ে ঘুরেছিল একদিন

সূর্য ক্ষয়ে যায় ঢলে পড়ে পশ্চিমাকাশে
যতই মায়াবী আলোক ছড়াক তখন আমার
পৃথিবী হাত ফসকে কেবলই তোমাদের মুঠোয় চলে যায়

এখন বুঝেছি পৃথিবী আমার নয়
এ পৃথিবী তোমাদেরও কি?

Post a Comment

নবীনতর পূর্বতন