ভারতের ভাত
সন্তোষ দাস
একটা ভারত নিয়ে পাগলামি ছিল
একদিন তার মধ্যমণি 'র'কে টেনে হিঁচড়ে বের করে
ছুড়ে দিলাম রাম-রহিম-রবার্ট-রমজান-রামনবমীর মাঝে
এখন আমার রোজ-নামচা বদলে যাচ্ছে
আমার প্রতীক্ষার চৌকাঠে অবশিষ্ট শুধু 'ভাত'।
প্রতিবাদ-প্রতিরোধের নামে নিজের দিকে ঝোল টানা
আর নিয়ম-অনিয়মের তফাৎ না করে
পক্ষ নিতে শিখে গেছি-- এখন শুধুই আপোস
একটা 'ভারত' শিখিয়েছে গঠনতন্ত্র থেকে কিছু ত্যাগস্বীকার করলেই
আগু-পিছু জুড়ে জোগাড় হয়ে যায় আদিমতম চাহিদা 'ভাত'।
একটি মন্তব্য পোস্ট করুন