প্রশ্নচিহ্ন-ভীতি
-দেবব্রত রায়


তোমার বাড়িতে গিয়ে দেখেছি
সেখানে কোনো তোরঙ্গ
ওয়ার্ডরোব এমনকী, একটি
হ্যাঙারও নেই  যাতে অন্তত দু-চারটে
প্রশ্নচিহ্ন আলগোছে রাখা আছে!
আপাতত, তলানির শেষ
কড়িটুকু-র রামনাম সৎ করে
তোমার শান্তিভিলা-র দরজা-
জানলা এবং,ভেন্টিলেটরগুলি
খুব পোক্ত করে আটকে নিয়েছ
যাতে না উড়নচণ্ডী-হাওয়ায়
প্রশ্নচিহ্নের সামান্য টুকরো-
টাকরাও ঘরের ভিতরে
ঢুকে আসতে পারে!

আজকাল জল-স্থল এমনকি,
বায়ু-ভ্রমণেও কঠোর ব্রহ্মচর্য পালন
করছ শুধুমাত্র,কয়েককটি
প্রশ্নচিহ্নের আমিষাশী আতঙ্কে!

তোমার বিশ্বস্ত ফ্রেন্ডস এবং
ফিলোজফারস কাঁচের ফুলদানি
ও আদীম পেপারওয়েটটি শ্রীশ্রী
কাকেশ্বরকথামৃতম পড়ে তোমাকে
বুঝিয়েছে ,বিশ্বাসে মেলায় শান্তি!
আর,এ- কথাটি বুনো-
কাঠঠোকরাটি-র কানে পৌঁছে
যেতেই, তুমি কয়েকজন ম্যাজি-
সিয়ানের সঙগে বন্ধুত্ব পাতিয়ে নিলে
কারণ,ম্যাজিক আর প্রশ্নচিহ্নের মধ্যে
পারিবারিক কোনো সম্পর্ক-ই নেই
এমনকি, ওরা কেউ-ই চুরাশি লক্ষ
যোনি-র  দূরদূরান্তের প্রতিবেশীও নয়।

Post a Comment

নবীনতর পূর্বতন