একান্ত
        সন্দীপ ভট্টাচার্য

কেউ জিজ্ঞেস করলে বলতে পারিনা
আমার নীল রঙ ঠিক কেন ভালো লাগে
যেমন কাউকে বলতে পারিনা
মাঝে মাঝে আমি, কৃষ্ণচূড়া ফুলের ভেলায়
দেশান্তরী হয়ে যেতে চাই
অথবা লজ্জাবতীর, বুকের গন্ধে লুকিয়ে
রাত জেগে শুনতে চাই শিশিরের শব্দ

ধ্বংসপ্রায় চুন সুরকির লিপিতে জমে থাকে
যে দীর্ঘশ্বাসময় এপিক,
আমার গলায় জমা হয়
গাভিন মেঘের মতো অভিমান হয়ে।
আবার বাউল রঙের বিকেলে কখনো
সরে গেলে মায়াবী কপাট
অপেক্ষায় থাকি ঝিঁ ঝিঁ ডাকা দ্বিতীয়ার চাঁদের জন্য।

বলতে পারিনা, বলা হয়ে ওঠেনা
আরও অনেক এমন কিছু।
প্রাণের গভীর ভিতরে বেঁচে থাকে তারা
একান্ত শিলালিপি হয়ে।

Post a Comment

নবীনতর পূর্বতন