ঘুরপাক
সুব্রত হাজরা
অবিচ্ছেদ্যর দোলায় দুলতে দুলতে
ঘুরপাক খাচ্ছে
এক আহ্নিক থেকে অন্য আহ্নিকের তর্জনী।
#
রিক্তসিঁথি উদ্গ্রীব।
পাতাদোলানো চঞ্চল কুবোপাখিটি
চিঁড়ে ফেলতে চায় বাতাসের উন্মনা।
#
একা চাঁদও
ঘাসবনে ফুলের রসিকতায় মনমরা
দূরন্ত হরিণের গ্রীবায়
খুঁজেচলে দিশাহারা চাহনি।
#
ঝুঁকে যাওয়া রাত
আবার নবীন হয়ে
তোমার পাশেপাশে হাঁটার শখ রাখে।
একটি মন্তব্য পোস্ট করুন