আয়ুহীন বেঁচে থাকা
গোপাল বাইন

আর আমি বিষন্ন হয়ে উঠি
চোখে জেগে ওঠে হত্যালীলাভূমি
নিহত আহত রক্তাক্ত মানুষেরা সব
মরুশূন্যতায় কেবলই হারিয়ে যায়।

কেবলই হারিয়ে যায় বিবেক বুদ্ধি ও প্রসন্নতা
আহাম্মক মনে হয় নিজেকে ভীষন।
রক্তশূন্য কবিতার নির্জীব পাতায়
আয়ুহীন তবু এই বেঁচে থাকা।

Post a Comment

নবীনতর পূর্বতন