ব্যতিক্রমী ভুল
রিতা মিত্র


কিছু ব্যতিক্রমী ভুল সাফ করব বলে আঁজলায় ভরে নিই জল।
আমি আবার নতুন রুপে সেজে উঠব,
আয়নায় লেগে থাকা ধুলো নাই বা মুছলাম, টাওয়েল দিয়ে নিজের মুখ মুছে নেব।
এবার আলোর সামনে দাঁড়াব চশমাহীন।
ঘরের জ্যামিতি স্পষ্ট দেখতে না পেলেও সদর দরজা ঠিক খুঁজে নেব।
অ্যভালান্চ এর দুঃস্বপ্ন কাটিয়ে নতুন তুলি দিয়ে নতুন ছবি আঁকব, ধ্বংসস্তূপে ফুটছে গোলাপ, কোথাও কি মৌমাছির গুনগুন শোনা যায়?

Post a Comment

নবীনতর পূর্বতন