ভারতবর্ষ

রহিম রাজা

পৃথিবীতে এতোকিছু ঘটে যাওয়ার পরেও
আমি বসে আছি চুপচাপ পাগলের মতো
আমার বাক স্বাধীনতা স্তব্ধ করার জন্য
আমাকে পুরে দেওয়া হয়েছে চার দেওয়ালের আড়ালে
আমাকে জোর করে বলপূর্বক গেলানো হচ্ছে
তেঁতো কুৎসিত স্বাদযুক্ত বিটার পিল
আমার মাথায় চাপিয়ে দেওয়া হয়েছে
জগাখিচুড়ী মার্কা একটা আস্ত  সংবিধান
যাতে লেখা আছে- যতো আইন তত ফাঁক
আমার সামনে ঝুলিয়ে দেওয়া হয়েছে
এন.আর.সি.'র খড়গ তোমার চোদ্দ পুরুষের প্রমাণ দাও
আমার ভারতবর্ষ, প্রিয় ভারতবর্ষ
তোমার নাম যদি ইন্ডিয়া হয়
তাহলে আমার নাম রহিম রাজা
রহিম রাজা আব্দুল রহিম সেখ নয় কেন?

1 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন