প্রেম

বন্যা ব্যানার্জি

চলো বৃষ্টির হাত ধরি
নামি মরা নদী বুকে ।
এসো পাশাপাশি বসি
গাছেদের পিকনিকে ।।

চলো আজ প্রেমে পড়ি
রঙ তুলি আর ছবি।
এসো ভেজা শব্দের রাত
তুমি হয়ে ওঠো কবি।।

Post a Comment

নবীনতর পূর্বতন