রুজির টানে

        রাজর্ষি মাইতি


সকালবেলা পথ বেয়ে পাগুলো বের হয়
                        রুটির খোঁজে।
শূন্য বুকে ঘরের ছাপোষা নির্জনতা
                        অপেক্ষা করে।
দিন ফুরোলে চেনা পায়ের শব্দে
         আলো জ্বলে,শাঁখ বাজে।
রুটির শিকারি শ্রম গুঁজে রাখে
             অবলা কড়িকাঠের বুকপকেটে!

Post a Comment

নবীনতর পূর্বতন