আগুন ও জোনাকি
ভুবনেশ্বর মজুমদা
অনুচ্চার্য কথার ব্যাঞ্জনবর্নে কোনো অজানা পাখির রং থাকলেও ভালোবাসার জন্য একটিও নিরব মধ্যাহ্ন ছিলনা।
উপেক্ষার ভেতর অধিক মনোযোগ সহকারে বস্তুতই উত্তেজনার রং বদলে নিচ্ছিল মায়া আরশি
তোমাকে ভুলতে ভুলতে আমি দোতলায় উঠে এসেছি
তোমাকে ভুলতে ভুলতে আমি নখ দিয়ে আঁচড়ে দিয়েছি বেড়াল
স্বতঃপ্রণোদিত অনুভবগুলি হত্যার জন্য নিজেকে স্থাপন করছে আলোর বিরুদ্ধে
যদিও খুব ঠাণ্ডা ও খুব নরম অনুভূতির আঙুলের ভেতরে তুমি ঘুমিয়ে পড়েছ
ভেজানো দরজা ঠেলে যে কেউ তোমার ঘরে এসে সন্ধ্যা দিয়ে যায় আগুনের
এখানে আগুন এসে ভালোবাসার জন্য পুড়ছে জীবনের প্রথম থেকে
হ্যাঁ প্রথম দিন থেকেই এক রহস্যময় আগুন ও জোনাকি দিয়ে ঢেকে রেখেছ বৃষ্টির দে
একটি মন্তব্য পোস্ট করুন