নিজস্বী
   নীপবীথি ভৌমিক

   কখন যে কিভাবে জলের সাথে এক আত্মা হয়ে যাই
    নিজেই জানি না আমরা ।

জল আসে যায়,দেখা হয় আমাদের
  স্রোতের সাথে স্রোতের,
শুধু ভিতরে যে ঢেউ জেগে থাকে মৃত্যু শ্লোক হাতে নিয়ে
  তার কথাই শুনতে পাইনা কখনও।

তাই,সেই স্রোতেই সাজাই আমাদের মুঠোফোন-নিজস্বী।
   সান্ধ্য পর্দায় ভেসে ওঠে—
জলনদী-নিজস্বী আর মৃতদেহের শান্ত মুখ !

Post a Comment

নবীনতর পূর্বতন