পারাপার
-শান্তনু রায়চৌধুরি


চলো
মৃত্যুর ওপাড়ে জন্মান্তরে
ঘুমিয়ে পড়ি
দৃশ্য থেকে দৃশ্যান্তরে

স্বপ্নের কাছাকাছি
কোনো ঘুমন্ত স্টেশনে নেমে
মাটির ভাঁড়ে দুকাপ চা
তারপর না হয়
পা বাড়ানো যাবে কবিতার দিকে

Post a Comment

নবীনতর পূর্বতন