চৌধুরি বাড়ি
-আমিনুল ইসলাম

স্বপ্নবাজ বাউন্ডুলে বাতাস বৃষ্টির ভয়ে ভিজছে দুপুর জুড়ে
শুয়ে শুয়ে আড়মোড়া ভেঙে ওঠে বিকলাঙ্গ ত্রিভুজ
মাথার খুলি ঠুকে ঠুকে পেতে দাও আরাম
জ্যামিতির কাঁটা ও কম্পাস রোদ তাড়িয়ে  ফিরে আসে মাটির কাছে
দ্বিধারা ধাঁধা খেয়ে গেলে বিধিবদ্ধ নিষেধ টপকে ফেলে প্রশান্ত মহাসাগর
বাতাসের ফিশফিশ মেঘের ঘুম কেড়ে নিচ্ছে অহর্নিশ
গুলিরা তৈরি হচ্ছে খুলি গুনে গুনে
জানালার ফাঁক গলে নিভে যাবে মোম একটিরও নিস্তার নেই
জমে থাকা শব্দের দরজা খুলে ফেললে অক্ষরগুলো ছোটাছুটি করে চৌধুরি বাড়ির আসেপাশে -

Post a Comment

নবীনতর পূর্বতন