বি কৃ তি
-- রবীন বসু
[ জি ডি বিড়লা শিক্ষায়তনে নারকীয়
শিশু নির্যাতনের প্রেক্ষিতে ]
বিশ্বাস আজই ধ্বস্ত হল দেখি
আশ্রয়স্থল গর্জে বলে, হালুম !
তোমরা বলবে এও হয়, সেকি?
ক্ষতিটা এবার হল যে মালুম l
ছোট্ট মেয়ে আসে যে বিদ্যালয়ে
সেখানে বাঘ ঘোগের সঙ্গে বসে,
লোভের লালা ঝরে দেখি জিভে
শিশুর রক্ত লেগে তাদের কশে l
ভয়ে মেয়ের চোখটি বন্ধ করা
তবুও সামনে ভয়াল ভীষণ থাবা,
থাবার নিচে সরল লজেন্স ধরা
ঝরে পড়ে বিকৃতি আর বর্বরতা l
কশে থাপ্পড় এবার বড় দরকার
বাঘকে তুলে আছাড় দাও সটান,
ঘোগও দেখুক হাল বড়ে সরকার
এবার যদি বিকৃতি দেয় সটকান l
রবীন বসু
একটি মন্তব্য পোস্ট করুন