।।  রংহীন পাঞ্জাবি ।।
     * কার্তিক  ঢক্ *
হ্যাঙ্গারে ঝোলানো স্বপ্ন গুলির
কোনো স্বপ্ন নেই।
রোদের ধমকে শুকিয়ে কাঠ--
ব্ল্যাকহোলে ডুবে যায় চন্দন-গন্ধ!

আসমানি প্রজাপতিরা প্রমিস করেছিল-
অহল্যা উদ্ধারের কবিতা শোনালেই
জেগে উঠবে জোনাকিরা
ওদের ঠোঁটের আগ্নেয়গিরিতে
পুড়ে যাবে অন্ধকার-দানবের মুখ,আর তখনই
হ্যাঙ্গারে উড়বে সাদা রঙের বিজয়-পতাকা
আর আমার রং হীন পাঞ্জাবি...

পাখির চোখ
    কার্তিক ঢক্ 

সদ্যস্নাত শরীর তোমার
অন্যকোথাও আগুনজ্বালে
অন্য কোনো শরীর জলে।
তুমি ভাবছো কি হ্যাংলামো
অ-সভ্যতা একে বলে।
হায় রে আমার অবুঝ পাখি
খাঁচা যতোই আগলে রাখি
ততোই বাড়ে ডানার ঝাপট
অসহ্য সেই আগুন ঢাকি।
তবুও প্রেম শরীর বোঝে
না-শরীরে প্রেম টেকে না
শরীরই তো শরীর খোঁজে
অশরীরি মন বোঝে না।

Post a Comment

নবীনতর পূর্বতন