তোমার মতো করে
--------------------
হরিৎ বন্দ্যোপাধ্যায়
কিছু কি বলতেই হবে?
না বললেও তো হয়
তুমি বুঝে নাও
তোমার মতো করে
আমার গল্প একতরফা
এক কোণ থেকে বলা
তুমি ঘুরে ঘুরে দেখো
আমার সব দিক খোলা
যেখানেই কাহিনী নড়বড়ে
জানবে সেখানেই কিছু চাপা
ঢাকনা খুলে আমার গল্প
তোমার মতো করে সাজিয়ে নাও ।
একটি মন্তব্য পোস্ট করুন