পায়রা থাকো চিল হোয়না

                 রাখী সরদার


পাংশুটে গ্রীবার মাঝে
খণ্ড খণ্ড দেশ আঁকা,
        তোমার পালক স্তূপে
        গোপনীয় শান্তি ঢাকা।

অন্ধকারে যুদ্ধ সাজে
বাতাসে আগুন ঝরে।
         চঞ্চু নেড়ে কাকে ডাকো
         বকম্ বকম্ স্বরে?

শতকের‌ই পথে পথে
বয়ে গেছ প্রণয়চিঠি
          ওজনে কী বেড়ে গেছ?
           নড়ছে বুঝি চিলেকুঠি!

সমতলে নেমে এসো ,
ভালোবাসো শস্যদানা
          রসু‌ইঘরে মাংস পোড়ে
            সংঘর্ষে চিল হোয় না।

Post a Comment

নবীনতর পূর্বতন