থেমে থাকা
সমীর শেঠ
থেমে থাকা আর নয়
গন্ডীর বাইরে এসে ছড়িয়ে দাও চেতনার বন্ধ পাখা, অন্ধকারে তারাদের আনাচে-কানাচে
খুঁজে দেখো - মরুদ্যানএখনো ছড়ানো!
বিশ্বাসের চাবি হারালে দরজা খোলেনা
গেরস্থালির কান্না - হাসি, দুঃখ - সুখ সেখানে স্থিত
অপেক্ষা বিন্যাসে-
এসো পথে নামি।।
একটি মন্তব্য পোস্ট করুন