মালতীর
-আমিনুল ইসলাম
মালতীর থেকে প্রায় লক্ষাধিক পুরুষ পিছনে গেলে
তার বুকে ফুটে ছিল কুঁড়ি। কুঁড়ি থেকে পাঁপড়ির দুরত্বে
রাখা থাকত তুলসী পাতায় আগুন। উষ্ণতায় রুটি ফুলে গোল পৃথিবীর অসুখে বিলীয়মান খিদের জন্মদাগ ফুটে উঠলে ধীরে ধীরে প্রবাহিত রক্তের রং লাল হয়ে ওঠে
তখন থেকেই পাথরে পাথর ঠুকে আগুনের ফুলকিতে
দেখে নিচ্ছ উষ্ণ ভুমি ঢাল
মালতী আজও জেগে থাকে ফসলের গানে সারারাত
মালতীর ওড়না
-আমিনুল ইসলাম
গীটারে স্পর্শ ছুঁয়ে দিলে শিহরণের অভিসন্ধি ভিজুয়্যাল কম্পোজিশনে ওড়না ভেসে গেলে প্রবল ঢেউ
আভ্যন্তরীন সমুদ্রের মধ্যভাগ ডেকে আনে মৎস্যজীবীদের উদ্দেশ্যে আগাম সতর্কতা
ঘন ঘন ফাতনা ডুবিয়ে দেয় ঠোঁটের কামড়
ছিন্ন ভিন্ন প্রবাহ হয়ে ঢুকে পড়ে খাঁচার ভেতর
তাই 'প্রোলেটারিয়েট' - হয়ে আঁকড়ে থাকি মালতীর মুদ্রাগুলি
একটি মন্তব্য পোস্ট করুন