বসন্ত
-রথীন বন্দ্যোপাধ্যায়
------------------------------------
শুধুমাত্র অন্তমিলের স্বার্থে যদি জয় জয়কারকবি কেষ্টক্যালানের কলমে আসে বসন্ত তবে আ্যন্টাসিডের সাথে সেটি না হয় গিলে নেওয়া যাবে
শুধুমাত্র বসন্তের স্বার্থে যদি পলাশ লাল হয় তবে কিন্তু সাংঘাতিক বাওয়াল হয়ে যাবে
সব ঋতুতেই ফুল ফোটে
ফুলের রঙ নিয়ে কোনও প্রশ্ন করবেন না
প্লিজ
রঙবদল নিয়ে তো কখনই নয়
একটি মন্তব্য পোস্ট করুন