সাপের ফণা
-আনন্দ মার্জিত
কোন এক পত্রিকায় বিজ্ঞাপন বেরিয়েছে সাত থেকে বারো লাইনের মধ্যে কবিতা চাই ।মাথার ভেতর কয়েকটি শব্দ জাবর কাটছে রোজ,জলের উপর ভেসে ওঠা বুঝকুরির মতো ।বিস্তর চেষ্টা করেও কবিতার কাঠামোতে শব্দ বসাতে পারছিনা।মোমবাতির মতো পুড়ছে মন।
এখন চতুর দিকে প্রহারেন ধনঞ্জয় ধ্বনি রাম রাখি না প্রাণ!তবুও আমি নিশ্চিত আমার এদেশ তো কুরুক্ষেত্র কারবালা নয়,যদিও প্রতিদিন বারুদ গন্ধ সকাল,কসাই এর ছুরির ফলার মতো ঝলসে ওঠে হায়নার চোখ ।আসঁটে গন্ধ মাখা গলি পথ,মাটিতে নোনা রক্তের দাগ, উঠোন জুড়ে সাপের ফণার মতো রোষ পোহাচছে রোদ।
একটি মন্তব্য পোস্ট করুন