মানুষের যন্ত্রণা ও একজন কবি
-রাখী সরদার

মানুষের যন্ত্রণার পাশে
যে তরুণ কবি দিন রাত বসে থাকে
তাকে তোমরা পাগল ভেবেছ।

তোমাদের ছোড়া পাথরেই
টুকরো হয়েছে তার কবিতা
লেলিহান আক্রমণ।তরুণ কবির স্মৃতি, চিন্তা
দাউ দাউ পুড়ছে...

সে কিন্তু একেবারে চুপ...
সবল মুঠোয় ধরে রাখে যন্ত্রণার রাশ
নীরবে জমায় স্পর্ধা...

এই ভেবে শান্ত থাকে --
প্রতিহিংসা মানুষের চরম যন্ত্রণা।

                 ------*-----

Post a Comment

নবীনতর পূর্বতন