অনিশ্চিত
---- সন্ধ্যা বারুই ( ভ্রমর)
তোমাকে প্রাচীন শিল্পকলার,
কালশিটে পরা গুহার মতো
লাগছে দিন দিন।
অনন্তের পথে হাঁটতে গিয়ে দেখছি
তুমি সমুদ্রের চেয়েও বেশি অনিশ্চিত!
আমাকে আড়াল করতে গিয়ে বরং,
বুক জ্বালিয়ে ফেলো বেশি।
যতবার কাছে যেতে গেছি,
তুমি তুমুল ধোয়া তুলেছ ঠোঁটে,
আর আমি বারংবার বিদ্ধ হয়েছি
আষাঢ়ে-----
ঝড়ে...!
একটি মন্তব্য পোস্ট করুন