সতর্কতা
          সন্দীপ ভট্টাচার্য

লাল তুলির আঁচড় যখন
বৃষ্টিফোঁটা হয়ে ঝরে শার্সির গায়ে
আপাত আবছায়া সবুজের বুকে তখন
জারি হয় বিপ্লবের ফরমান

অতীতের ধূসর কুয়াশা ছেড়ে
একটু একটু করে
তট ভাঙতে শুরু করে রত্নগর্ভা ঢেউ
রাতের অতল বুকে জমা থাকে যে ম্রিয়মাণ বাতাস
ঝড়ের রূপে ভেঙে দিতে প্রস্তুত হয়
যত শ্যাওলা গন্ডির পিছুটান

তবুও কারা যেন ঘুমায়
গলে পরা প্রতিশ্রুতির রঙিন উষ্ণতায়
আর স্বপ্নহীন বারুদ স্তূপে
হাত সেকে ভ্রান্ত শহর।
                    মেঘচাপা সূর্য যেতে যেতে বলে যায়
চলে যাওয়া সময় কিন্তু ফেরেনা কোনোদিন।


সন্দীপ ভট্টাচার্য
মুম্বাই

Post a Comment

নবীনতর পূর্বতন