নদী
------
হরিৎ বন্দ্যোপাধ্যায়


নদী আমার মায়ের নামে নাম
নদী নানা কথকতায় ভরা
নদী আমার ঘরে ফেরার ডাক
জন্মগ্রামের হৃদয় ভরা সুর ।

নদী তুমি আমাকে ভাই বলো
আমরা দুজন কতদিনের চেনা
সাতসকালে আমরা দুজন উঠে
হারিয়ে গেছি মাচানতলার বাঁকে ।

নদী তোমার দুঃখ আছে জানি
কে-ই বা তোমায় ডাকলো আপন করে
আমি তোমার চিরকালের সাথী
যখন তখন আমার ঘরে এসো ।

নদী আমার হৃদয় জুড়ে গান
গানের কথা তোমার শরীর জুড়ে
তুমি যখন আপন ধারায় চল
আমি তখন সুরের ধারায় ভাসি ।

নদী তোমায়, তোমার মতো চিনি
জীবন থেকে মৃত্যু জুড়ে আলো
তবুও সবাই বন্যা বলেই ডাকে
তোমার যেন অন্য নাম নেই ।

Post a Comment

নবীনতর পূর্বতন