প্রতিশোধ
-সবর্না চট্টোপাধ্যায়
যা ছিল যন্ত্রণা, আড়ালে অবসরে
সুখের আবরণে অজান্তে
'কেন তা জেনে শুনে, আলোয় এনেছিলে?'
হঠাৎ ফুটে ওঠা বসন্তে?
কিভাবে হাসে রোদ, কিভাবে মেঘলায়
ছলকে উথলায় জলের স্রোত
তোমাকে ভালোবেসে, কেবল অবহেলা
এবার খেলাঘর বন্ধ হোক!
যদিবা ভেঙে গেছি, নীরবে চৌচির
হয়নি একটুও ধারা পতন?
কান্না শুষে নিত, বন্ধ দরজা
কিংবা বালিশের তুলোর ওম।
আমায় ওল্টাও, যেভাবে বারবার
এমন করে যেন ধুলোর ঘট,
নতুবা ফেলে রাখা পুরোনো আসবাব
ঝাড়ুর মুখে লাগা চুলের জট।
কি ভাবো? ক্ষতি নেই! সহজে মেনে নেবো?
যত্নে তুলে রাখি এ প্রতিশোধ?
তখনি বারি ধারা, আগুন হয়ে ঠিক
কলমে লিখে যায় আমার ক্রোধ।
একটি মন্তব্য পোস্ট করুন