স্ববিরোধ : একটা আধ্যাত্মিক সন্দেশ


(৩)

নমস্তে অস্তু আয়তে। নমো অস্তু পরায়তে :

তুমি এখনও তেমনি সবুজ আছো নিবিড় অন্তরালে।
উপজাত কাম, ক্রোধ -- সব পেনসনভোগী আজকাল ভিড়ে
চান্দ্রমাসের হিসেব দেয় না; যেন স্বপ্নের মধ্যে কেউ চালায় অসি

অসম্ভব হালকা কিছু তোরঙ্গের খোঁজে হন্যে
সেইসব চোখের জল সেইসব বেআব্রু ইস্পাত

এইভাবে ধারণ করেও চলে যাও কীভাবে
ছোট ছোট আগুনমুখা হারমোনিয়াম সংগমদৃশ্যে বাজো

[ নমস্কার!  হে বিদায়ী প্রাণ!  নমস্কার!  আমার আগত প্রাণ! ]



(৪)

প্রাণে হ ভূতং ভব্যং চ :

এভাবে বাজতেই থাকো শঙ্খচিলের প্রকোষ্ঠে
সবুজাভ উদভ্রান্ত  দূর শহরের রেডিও শোনাও যাকে
তার কাঁখে কানা কলসির মতো চাঁদ চেয়ে থাকো

ধর্মের ঘট স্টেশনান্তরে হ্যাজাকের আলো - এদিকে ধরো
প্লাস্টিকে ওড়ে চাঁদের আলোর সিনেমা - দেখছি, দ্যাখো

আমাকে বিদ্ধস্ত করেও ফিরে যায়নি উগ্রবাদী স্বয়ম্বর
~ এরা ধ্বজাধারী মাকড়সার জাল

এই সমস্ত রং আমরা বুঝি; তবুও

[ যা চলে গ্যাছে তা প্রাণেই আছে #আমার প্রাণের মানুষ;
  যা আসবে    যা আসছে    তাও প্রাণের মধ্যেই রয়েছে। ]


সৌরভ বর্ধন
শান্তিপুর, নদীয়া

2 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন