আষাঢ়ে গপ্পো
-সোনালী মন্ডল আইচ
সামনে বাগান, তার দশ কোণে
ভাঙা কাঁচ বসানো দীর্ঘ পাথরের পাঁচিল
ভিতরে নানারকম গাছের ছায়া
মুষলধার বৃষ্টিতে পাতাগুলো চিকচিকে
ইশারায় ডাকছে , তালাবন্ধ ফাটক
জায়গাটার অসম্ভব মোহে মন অনড়
এমনকি বালিশ মাথায় ঘুমের মধ্যেও
হাঁটতে থাকি নিজেকে হারাতে থাকি
বাইরের সব ধুলো ধুয়ে দিয়ে
আকাশের প্রসার মেঘের সাথে বুঁদ
নাছোড়বান্দা চিন্তা স্মৃতির ভার
কিছুটা হলেও ফিকে হোক
মনের সেই ছোট্ট সাধখানি কবে যেন
চলে যায় পিছুটান ছেড়ে দিয়ে,
কিন্তু হঠাৎ একদিন বাগানের দ্বার খোলে
অত্যুৎসাহে রাখি অসাবধানী পা ---
এক লহমায় উড়ে আসে দৈত্যাকার চিল,
আমার হৃৎপিন্ড লক্ষ্য করে!
তারপর কি হলো?
নাটকের শেষ অঙ্ক খুঁজতে নেই
গোটা বর্ষা এমনি কাটুক...
একটি মন্তব্য পোস্ট করুন