স্বরবৃত্ত সকাল
অভিজিৎ দাসকর্মকার
একটি স্বরবৃত্ত সকাল সুরু হলো___
গলার নিচে স্তনবৃন্ত থেকে
বেরিয়ে আসে গরম ভাতের জলীয়গন্ধ।
ডালপালা পরাগরেণু স্ত্রী-লিঙ্গেই শুকিয়ে গেছে-
অন্তঃসত্ত্বার ভিতর পুরুষাঙ্গটি প্রতিফলিত হচ্ছে
আধভাঙা তীরের নিচে বর্ষার নেচে যাওয়ায়_
পোস্টকার্ডে সেফটি পিন লাগনো
ব্লাউজ ছন্দে ভোটাধিকারপ্রাপ্ত আমি
কোমরে শকুন্তলা,
হাতে অন্তর্বাস
বাঁক ধরা মেরুদণ্ড
নাকে বিলাস বাগান ফুল___
একা অসমাপিকা ঘুম, রাস্তায় চুমু খায়
রাত লেখা তারাদের দিনবেলায়...
নিত্য নিত্য যাও গো রাধে আমারে ভারাইয়া
অভিজিৎ দাসকর্মকারo
একটি ভোরাই আগের চাঁদ
ল্যাম্পপোস্টের হলুদ রং
এবং
গাছের নিচের অন্ধকারে
বিছানা
চাদর
বালিস
তার তুলো
ভিতরের বীজপত্র
সবই
নিত্য নিত্য যাও গো রাধে আমারে ভারাইয়া...
একটি বাইলিঙ্গুয়াল শরীরে বিজ্ঞাপনি অন্তর্বাস
প্রতিবর্তে ১০টি আঙুল সাক্ষাৎকার নেয় জাতীয় সুশুম্না আর
ক্রাসুলেসি ক্লোরোফিলের__
ভ্রমরের শ্রীরাধাকির্তন পড়ে তমসাময় আকাশের নক্ষত্ররা__
এদিকে
বরাহমিহির বেহালায় সুর তোলে
এক___ কো দেখা তো অ্যায়সা লাগা...
একটি মন্তব্য পোস্ট করুন