বরফের স্ফুলিঙ্গ
-শান্তনু রায়চৌধুরি
আগুন ও আমি প্রায় সমবয়সি
জল ও আমিও
যেন মাপতে বোসোনা আকাশ কতো ভালোবাসি
খেয়া মাঝিকে দেবার মতো কড়ি পকেটে নেই
হাতে শুধু শৌখিন রুল পেন্সিল
কুমিরের কান্নাটুকু থাকুক আড়ালেই
বয়স তাড়িয়ে খেলেছি মন্দ হাওয়ায় সাথে
কমবয়েসি জ্যোৎস্নামাখা রাতবিরেতে
নিজেকে নষ্ট করেছি আলটপকা কবিতাতে
ও ফুটন্ত তেল দগ্ধ কর
ও জমাট বরফ থামাও রক্তচলাচল
মাটির চেয়ে আমি অন্তত সাড়ে তিন হাত বড়
একটি মন্তব্য পোস্ট করুন