বৃষ্টি এবং সাধুপ্রেমিক
-মন্দিরা ঘোষ
সবাই তাকিয়ে তোমার দিকে
ক্ষেতের ধানশিষ পুকুরের ঘোলাটে জল
গোলাপি পুটুস নীল প্রজাপতি
দেওয়ালের আগাছা সব্বাই তাকিয়ে
পাশেরবাড়ির আধপাগল ধেড়ে ছেলেটা
যে সারাক্ষণ ল্যাংটো হয়ে
আধকোমড় জলে দাঁড়িয়ে দাঁড়িয়ে
হাঁসের পালক গোনে
সেও তাকিয়ে আছে তোমার দিকে
সারাবছরের পোষাকটুকুই তো দাও তাকে
আর আমি আমার সাধুপ্রেমিক
যে এলেও আমার শরীর ভরে না
ছোঁয়াচ সরে না তবু তাকিয়ে থাকি
বৃষ্টিই যেন মুছে দেবে সব সংকেত
মেঘপিয়ন
-মন্দিরা ঘোষ
ইমন আলোয় ভাসে সন্ধের সাজ
একটি ইচ্ছের কাছে
আরো একটি ইচ্ছের ঘর
আঙুলে আঙুল মিলে মেঘরাগ
এসেছে মেঘপিয়ন জলচিঠি নিয়ে
রিন রিন বৃষ্টির পদাবলি
ডুবছে মেঘের অক্ষর
ডুবছে জারুল আকাশ
টুপ টুপ–টুপ টুপ
ঝরছে বুকের ভেতর
তোমার আঙুলের গান
একটি মন্তব্য পোস্ট করুন