পার্পল রঙের পাখি
- সুব্রত হাজরা
বৃষ্টিরা আজ কাল ভিজতে জানে না
দুষ্টুমির চোখে তাকিয়ে
রাত পার করার সুখ কতও দিন পায়নি
ওকে একটু করুণা ভিক্ষে করতে হবে।
#
শ্রাবণ বেশ নবীন।
হরিণ পায়ে সারাজীবন ছুটতে রাজি হয়ে
কার মধ্যমায় নদী খুঁজেচলে!
#
একা একা রৌদ্রে আকাশ ছুঁতে চাওয়া
আত্রেয়ী হওয়ার গোপন অভিলাষ
পার্পল রঙের পাখিতে
নষ্ট করে তুলেছে এ জীবন ।
#
স্নাত হতে গিয়ে-
সে স্নাতকোত্তর হয়ে উঠল।
#
তবু
ভেজা তার আর হল না।
একটি মন্তব্য পোস্ট করুন