না পারার পেন্ডুলাম
-সুরভি ইসলাম (সুর)


পারি ভাল বন্ধু হতে
সুখ-দুঃখের সঙ্গি হতে
হতে পারি হাসির কারণ,
চোখের জল মুছে দিতে পারি

আমি উত্তর দিতে পারি,
উত্তর হতে পারি
তার কথা শুনতে পারি
আগলে রাখতে পারি তাকে

আমি খাঁচার পাখি তবু
তাকে মুক্ত করতে পারি
একে অপরের ওই শুন্যতা
নিভিয়ে দিতে পারি

এই ভেবেই হয়তো
তাদের ভয় হয়
না, এক নতুন অধ্যায় শুরু হয়
সময় পেন্ডুলাম হয়ে আমাদের নড়িয়ে দেয়

Post a Comment

নবীনতর পূর্বতন