নীল-গাছ           

যে গাছটির নীচে
দুপুরের ঘুমে ভিজে থাকি-
তার ছায়ায় পাখিদেরও খুনসুটি গীত... 
অভ্যন্তরিন শেকড়ে-শেকড়ে ছড়ানো শাখা- প্রশাখায় যে মহুল মহুল গন্ধ নিয়ে
নৌকোটি বয়ে যায় সাদা পাল তুলে
তার সরীসৃপ বুকে নুড়ি পাথরের 
নগ্ন আঁচড়-কামড় - 
বালিয়াড়ির নোনা রুক্ষতা! 
প্রদীপ নিভে যাওয়ার গন্ধে
হৃৎপিন্ডের রক্তক্ষরণ ঢেকে 
সালোকসংশ্লেষে ফুসফুস তবু জাগিয়ে রাখে 
সবুজ রাতের চাঁদনি জলসা...

Post a Comment

নবীনতর পূর্বতন