প্রেম গরবিনী


সূর্যমুখি চেয়ে থাকে তার প্রিয় সূর্যের পানে
তুমি কি কখনো চেয়ে থাকো, সখা,আমার এ মুখ পানে?
তপন গরবে গরবিনী হয়
রূপসী সূর্যমুখী
তোমার পথপানে চেয়ে চেয়ে
আমি রই সদা দুখী।
অলির পরশে গরবিনী হয়
গোলাপ, বকুললতা
কানাকানি আর হাসাহাসি করে
কয় কত শত কথা
আমার মনের গোপন কথা
গোপনেই থেকে যায়
মরমী প্রিয়ার মরম পরশ লাগে
না কভু যে হায়!

Post a Comment

নবীনতর পূর্বতন