সবুজের শহুরে ক্লান্তি 


তুমি আমার সে নও,
তুমি শহুরে হাওয়ায় বেড়ে ওঠা একরাশ বাতাস,
যে বাতাসে মিশে রয়েছে অনেক ধুলো-ধোঁয়াশা ।
যেখানে নিশ্চিহ্ন সবুজ, দাড়িয়ে শুধু কংক্রিট,
বড়ো বড়ো ধাতব পাত গিলে খাচ্ছে আমায়,
তুমি আমার সে নও । 
আমার সে ওখানেই থাক
যেখানে সূর্য ওঠে হাসি ফোটানোর জন্য
যেখানে কলাগাছের সবুজ চেরা পাতারা ছাতা বানায় ,
যেখানে বর্ষার টিপটিপ বৃষ্টিতে ঠাঁই হয় কূড়েঘরে,
যেখানে হালকা বাতাসে ধানক্ষেত মাথা নত করে
আমার তুমি ওখানেই থেকো । 

তুমি আমার সে নও,
যে রাস্তায় দাঁড়িয়ে সিগারেট ঠোঁটে ধোঁয়া ছাড়ে ।
হাতে তালি, মুখে বলি-কথায় কথায় মেজাজি ।
যে সিল্কি চুলের স্বপ্নে পার্লারের সামনে বসে
চেয়ে থাকে উষ্ণ আদর-আল্লাদের সৌন্দর্যতা ।
যে রান্না বলতে, রেস্তোরার চায়নিজ খাবার বোঝে
যে সত্যিকারের ভালোবাসার বদলে শুধু টাকা খোঁজে।
তুমি আমার সে নও । 
আমার সে তো সেই আছে,
যে রাস্তায় দাঁড়িয়ে থাকে প্রিয় মানুষটির অপেক্ষায়,
যে তেলচিটে চুলে মাকে বলে বিনুনি করে দিতে,
যার ছোট্ট হেসেলেই হয়ে থাকে বাঙালির ডালভাত
যে শত আড়ির মাঝেও হৃদয় দিয়ে ভালোবাসে ।
আমার সে তো সেই আছে । 
সে চলতে জানেনা শহরে, কথায় কথায় শাসন
ভালোবাসা বুঝি এমনই হয়, দেখেছ কখনও??
তার গ্রাম্যতা আর কচি কলাপাতার মিশেল ,
কোনো এক অচেনা কাদাপথে একসাথে চলা ।
রাখাল গরু হেকে যায় হাঃ হাঃ করে
উন্মুক্ত ভালোবাসা যেখানে পাড়ি দেয় বাতাসের সাথে । 
এখন অচেনা এই শহরের পিছনে লুকিয়ে তুমি,
কংক্রিটের শক্ত দেওয়াল,যা তোমার জন্য নয় ।
গোধুলির সূর্যাস্ত যাবার মতো আবার ফিরে চেও
প্রতিনয়ত , পুরোনো সবুজ তোমাকে জাপটে দুহাত বাড়ায় ।
তুমি আমারই থাকবে , শুধু দিও একটু শান্তি ।
আমার‌ হৃদয় জুড়ে আবার তুমিই বাসা বাঁধবে
শুধু ফিরিয়ে নাও সবুজের শহুরে ক্লান্তি । ।

Post a Comment

নবীনতর পূর্বতন